Wellcome to National Portal
Main Comtent Skiped

উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


কী সেবা কীভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেন

ক্রঃ নং

প্রদেয় সেবার বিবরণ

সেবার মূল্য/ বিনামূল্য

সেবা প্রদানের নির্ধারিত সময়

সেবা প্রদানে নিয়োজিত অফিসার/ কর্মচারী

 

সকল শ্রেণীর কৃষকদের চাহিদাভিত্তিক সেবা প্রদান।

বিনামূল্য

সারা বছর চলমান প্রক্রিয়া

জেলা, উপজেলা ও ব্লক পর্যায়ের অফিসারবৃন্দ।

 

কৃষি গবেষণার চাহিদা নিরুপন ও উদ্ভাসিত প্রযুক্তি চাষীদের দোরগোড়ায় পৌঁছানো, জনপ্রিয় করণ ও প্রয়োজনীয় সহায়তা করা।

বিনামূল্য

মৌসুম ভিত্তিক বছর ব্যাপি

উপ-পরিচালক/

উপজেলা কৃষি অফিসার/

কৃষি সম্প্রসারণ অফিসার

 

কৃষকদের দক্ষতা উন্নয়ন -

ক)  তথ্য চাহিদা চিহ্নিতকরণ ও 

     চাহিদার প্রতি সাড়া প্রদান।

খ)  স্থানীয় সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ।

গ)  কর্মসূচী পরিকল্পনা।

ঘ)  প্রশিক্ষণ

ঙ)  গণ মাধ্যম

বিনামূল্য

বছর ব্যাপি

জেলা প্রশিক্ষণ অফিসার/ উপজেলা কৃষি অফিসার/

কৃষি সম্প্রসারণ অফিসার

 

কৃষিভিত্তিক বানিজ্য সম্প্রসারণে সহায়তা প্রদান।

বিনামূল্য

বছরব্যাপি

সকল অফিসার ও মাঠ কর্মীবৃন্দ

 

কৃষি তথ্য প্রযুক্তি ও সহজ ব্যবহারে কৃষকদের সহায়তা প্রদান।

বিনামূল্য

মৌসুম ভিত্তিক

সকল অফিসার ও মাঠ কর্মীবৃন্দ

 

উৎপাদন সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধানে সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত কার্যক্রম গ্রহণ।

বিনামূল্য

১৫ দিন

সকল অফিসার ও মাঠ কর্মীবৃন্দ

 

কৃষি উপকরণের চাহিদা নিরুপন, প্রাপ্যতা ও সুষম ব্যবহার সংক্রান্ত তথ্য।

বিনামূল্য

১৫ দিন

সকল অফিসার ও মাঠ কর্মীবৃন্দ

 

নারীকে কৃষির মূল স্রোতে সম্পৃক্তকরণ ও নারীর ক্ষমতায়নে সহায়তা করা।

বিনামূল্য

বছরব্যাপি

বিভাগীয় সকল স্তরের অফিসার ও কর্মীবৃন্দ

 

দূর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পূনর্বাসন ও কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা দান।

বিনামূল্য

প্রযোজ্য ক্ষেত্রে সরকার নির্ধারিত সময়

বিভাগীয় সকল স্তরের অফিসার ও কর্মীবৃন্দ

 

১০

কৃষি ঋণ ও উপকরণের মান নিয়ন্ত্রণ (সন্দেহ যুক্ত সার, বীজ ও বালাইনাশক)

সরকার নির্ধারিত মূল্য

বছরব্যাপি

(নমূনা পরীক্ষার জন্য ১ মাস)

উপজেলা কৃষি অফিসার/

কৃষি সম্প্রসারণ অফিসার

 

১১

সমন্বিতভাবে পরিবেশ বান্ধব কৃষি সম্প্রসারণ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান।

বিনামূল্য

বছরব্যাপি

বিভাগীয় সকল স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ

 

১২

মাটি পরীক্ষা

প্রতিটি নমুনা ৫৬.০০

১ মাস

উপজেলা কৃষি অফিসার/ কৃষি সম্প্রসারণ অফিসার

 

১৩

বালাইনাশক লাইসেন্স প্রদান

খুচরা ৩০০.০০,

পাইকারি ১০০০.০০

১ মাস

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার/ কৃষি সম্প্রসারণ অফিসার/ উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ